Hot Posts

6/recent/ticker-posts

কথিত বাংলাদেশি সন্দেহে গ্রেফতার ট্রান্সজেন্ডার নারী 'গুরু মা', মুম্বাইয়ে ২০টিরও বেশি সম্পত্তি তার

 

ভারতের মুম্বাইয়ে কথিত 'বাংলাদেশি' সন্দেহে বাবু অয়ন খান ওরফে 'গুরু মা' নামে এক ট্রান্সজেন্ডার নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৭ই অক্টোবর গ্রেফতার করে মুম্বাই পুলিশ।


পুলিশের অভিযোগ, গোভান্দি অঞ্চলে 'গুরু মা' নামে পরিচিত ওই ট্রান্সজেন্ডার নারী বাংলাদেশ থেকে ভারতে এসে ভুয়া আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে কয়েক দশক ধরে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করছেন। এর আগে তার বিরুদ্ধে ভুয়া নথি তৈরি করা এবং মানবপাচারের মতো অভিযোগ তোলা হয়েছিল।


পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি সম্পত্তির মালিক গুরু মা। তার বিরুদ্ধে মুম্বাইয়ের একাধিক থানায় পাঁচটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গুরু মায়ের অনুসারী ২০০জনেরও বেশি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ বাস করেন।


এই প্রসঙ্গে বক্তব্য জানার জন্য 'গুরু মা' এবং তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বিবিসি মারাঠি। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণা আদেলকার নামে এক সমাজকর্মী। তার দাবি, সে সময় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি গুরু মায়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ