পুলিশ পরিচয়ে রাস্তা থেকেই তুলে নেয়া হয় স্কুল শিক্ষার্থীকে। পরে থানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয় তার গ্রেফতারের খবর। আনতে বলা জন্ম নিবন্ধন সনদসহ প্রয়োজনীয় কাগজ। পরদিন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় চালান করা হয় আদালতে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা। তার বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছে সে।
পুলিশ বলছে, ফেসবুক পোস্ট নিয়ে সান্দিকোনা গ্রামে উত্তেজনার খবর পেয়েই অভিযুক্ত ছাত্র সুমন আহমেদকে হেফাজতে নেয়া হয়। গত ২৭শে জুন রাতে নিজেরাই বাদি হয়ে ওই ছাত্রের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করে পুলিশ।
জন্ম নিবন্ধন হিসাবে তার বয়স আঠারো বছর বলে পরিবার জানিয়েছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, "ওয়ান সিক্সটিফোর করে নাই, তবে প্রাথমিকভাবে সে আমাদের কাছে ফেসবুক পোস্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছে।"

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্যে 🥰