সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার বছর দুয়েক পর বাংলাদেশের সাথে গর্ডন গ্রিনিজের সম্পর্কটা যখন শেষ হয়, সেই পর্বটা কোনো পক্ষের জন্যই খুব একটা সম্মানজনক ছিল না। আর সেসময় মনোমালিন্যের মাত্রাটা এতোটাই তীব্র ছিল যে যুক্তরাজ্যের নর্দাম্পটনে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের দিন অর্ধেক ম্যাচশেষে মাঠ ছাড়েন তিনি। এরপর কাউকে কিছু না জানিয়ে ছেড়ে যান টিম হোটেল।
সেসময় গর্ডন গ্রিনিজের এত তীব্র অভিমানের কারণটা অবশ্য অজানা নয়।
১৯৯৭ এর এপ্রিলে বাংলাদেশকে বিশ্বকাপে কোয়ালিফাই করানোর পর ক্রিকেট দলের কোচ হিসেবে তাকে যে শুধু সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছিল তাই নয়, তাকে রীতিমতো নায়কোচিত সম্মান দেয়া হতো বাংলাদেশে।
তাকেই দু বছরের মাথায় বিশ্বকাপ চলাকালীন অবস্থায় দলের শেষ ম্যাচের আগেরদিন বরখাস্ত করা হয়।
১৯৯৯ সালের ৩১শে মে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম জয় পায়। চৌঠা জুন দল দেশে ফেরার পর ঘটা করে সংবর্ধনা দেয়া হয় তাদের।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্যে 🥰